ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান : ফখরুল

Looks like you've blocked notifications!
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঘূর্ণিঝড় আম্পানের ফলে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসেই সঙ্গে তিনি দলের নেতাকর্মী ও ধনী ব্যক্তিদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে তাদের পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেওয়ার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এ বিএনপির নেতা

মির্জা ফখরুল বলেন, উপকূলীয় জেলাগুলোতে আম্পানের প্রভাবে অনেক বাড়িঘর, রাস্তাঘাট, গাছ এবং গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছেতিনি বলেন, সাতক্ষীরা ও অন্য কয়েকটি জেলার বিভিন্ন পয়েন্টে শহর রক্ষা বা বন্যা রক্ষার বাঁধ ভেঙে বহু এলাকা জলাবদ্ধ হয়েছে এবং প্রচুর চিংড়ি ঘের তলিয়ে গেছে

বিএনপির এ নেতা আরো বলেন, ঝড়ের আঘাতে বিভিন্ন ফসল ও ফলমূল বিনষ্ট হয়েছে

‘আম্পান মানুষের জীবন ও তাদের সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এতে অনেক মানুষ হতাহত হয়েছে। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছে। আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার মানুষের প্রতি আমার সহানুভূতি জানাই,’ যোগ করেন ফখরুল

বিএনপির মহাসচিব বলেন, ঘূর্ণিঝড়টি দেশের মানুষের জন্য একটি বড় বিপর্যয় ডেকে এনেছে। কারণ এরইমধ্যে সবাই করোনাভাইরাস মহামারির ফলে দুর্দশায় রয়েছে

বিএনপির এ নেতা আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উপকূলীয় অঞ্চলের সাহসী মানুষ দুঃখ ও ক্ষতি কাটিয়ে উঠবে এবং অতীতের মতো ধৈর্য সহকারে তাদের জীবন সংগ্রামে জয়লাভ করবে।’