ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Looks like you've blocked notifications!
ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা উত্তাল গভীর বঙ্গোপসাগর। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে গোমট আবহাওয়া বিরাজ করছে। আজ শনিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নিম্ন আয়ের মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। মাছ ধরার ট্রলারগুলো সাগর ও নদী মোহনার বিভিন্ন ক্যানেলে নিরাপদ আশ্রয় নিয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা আমন ধানের কিছুটা ক্ষতি হওয়ার আশংকা করছে কৃষি বিভাগ।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মাসুদ রানা অন্তর জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ আজ শনিবার সকাল সাড়ে ৭টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও  উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।