চট্টগ্রামের ৫ প্রবেশ পথ বন্ধ

Looks like you've blocked notifications!

মহানগরীর পাঁচটি প্রবেশ পথ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ সোমবার রাত ১০টা থেকে চট্টগ্রামের এই প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, নগরীর সিটি গেইট, কর্ণফুলী শাহ আমানত সেতু, অক্সিজেন মোড়, কালুরঘাট সেতু ও কাপ্তাই রাস্তার মাথা প্রবেশ মুখে ব্যক্তি ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি খাদ্যদ্রব্যের গাড়ি ও সেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সিএমপি কমিশনার বলেন, জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম নগরে কেউ ঢুকতে পারবেন না। আবার কেউ বের হতে পারবেন না। প্রত্যেককে ঘরে থাকতে হবে। এ জন্য চট্টগ্রাম নগরের পাঁচটি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এর আগে চট্টগ্রাম নগরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল পুলিশ। সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া নগরের কোনো দোকানপাট ও বিপণিবিতান চালু রাখা নিষিদ্ধ করা হয়েছে।