চট্টগ্রামে ‘আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজ’ উদ্বোধন
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর এলাকায় ‘আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজ’ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দুটি বেল ৪৭০ জিএক্স আই হেলিকপ্টার অন্তর্ভুক্তি করা হয়। এছাড়া আধুনিক সেনাবাহিনীর সঙ্গে মিল রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যেদের সহায়তা প্রদানে লালমনিরহাট ও চট্টগ্রামে পৃথক দুটি আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস স্হাপনের অংশ হিসেবে গত বছরের ৩ মার্চ প্রথম লালমনিরহাটে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এ দুটি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিমান থেকে অনুসন্ধান ও পর্যবেক্ষণ এবং স্কাউট হেলিকপ্টার হিসেবে এসব হেলিকপ্টার ব্যবহার করবে সেনাবাহিনী।
এ সময় আর্মি এভিয়েশনের গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন বক্তব্য দেন। বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।