চট্টগ্রামে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের অভিযান

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান। ছবি : এনটিভি

করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ শনিবার সকালে নগরীর চকবাজার, বহদ্দারহাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে গণপরিবহণে সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে কিনা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পরায় জরিমানাও করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘যাদের মাস্ক ছাড়া পেয়েছি, তাদের আমরা জরিমানা করেছি। আশা করি আমাদের অভিযান অব্যাহত থাকলে মানুষজন আরও সচেতন হবে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’