চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৫ হাজার ছাড়িয়েছে

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম শহর। ফাইল ছবি

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩৯৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৪৮৭ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে রাজধানী ঢাকায় এ পর্যন্ত ৬৬ হাজার ৬৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকা জেলায় শনাক্ত হয়েছে চার হাজার ৫০ জন ও ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে ছয় হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা বিভাগ

ফরিদপুরে পাঁচ হাজার ২৩৮ জন, গাজীপুরে চার হাজার ৩৫২ জন, কিশোরগঞ্জে দুই হাজার ১৬৭ জন, নরসিংদীতে এক হাজার ৭৭২ জন, মাদারীপুরে এক হাজার ২২৪ জন, মুন্সীগঞ্জে তিন হাজার ২১০ জন, রাজবাড়ীতে এক হাজার ৫৮৮ জন, গোপালগঞ্জে এক হাজার ৭৯৩ জন, টাঙ্গাইলে এক হাজার ৮৩৭ জন, শরীয়তপুরে এক হাজার ১৩৯ জন এবং মানিকগঞ্জে ৯১৯ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১৫ হাজার ৬৪ জন, কুমিল্লা জেলায় পাঁচ হাজার ৮২৩ জন, কক্সবাজার জেলায় ৩ হাজার ৫৫০ জন, নোয়াখালী জেলায় তিন হাজার ৪১৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক হাজার ৯৯৬ জন, চাঁদপুর জেলায় এক হাজার ৯১০ জন, খাগড়াছড়িতে ৫৫০ জন, রাঙ্গামাটি জেলায় ৬৭৭ জন, বান্দরবানে ৫৯৫ জন, ফেনীতে এক হাজার ৪০০ জন এবং লক্ষ্মীপুর জেলায় এক হাজার ৫২৭ জন  করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সিলেট জেলায় চার হাজার ৫৮৩ জন, মৌলভীবাজারে এক হাজার ৬৯ জন, হবিগঞ্জ জেলায় এক হাজার ২৪৯ জন এবং সুনামগঞ্জে এক হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় এক হাজার ৭৩৬ জন, গাইবান্ধা জেলায় ৬৭১ জন, নীলফামারী জেলায় ৬৯৩ জন, কুড়িগ্রামে ৫২৯ জন, লালমনিরহাট জেলায় ৪১৯ জন, পঞ্চগড় জেলায় ৩৪৫ জন, ঠাকুরগাঁওয়ে ৪২৭ জন ও দিনাজপুরে এক হাজার ৭৮৭ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের খুলনা জেলায় চার হাজার ৬৮৫ জন, যশোরে দুই হাজার ২০৬ জন, নড়াইলে ৯৯৪ জন, মাগুরায় ৫৭৫ জন, ঝিনাইদহে এক হাজার ১২৩ জন, বাগেরহাটে ৭১৮ জন, মেহেরপুরে ২৪৬ জন, সাতক্ষীরায় ৮০৩ জন, কুষ্টিয়ায় এক হাজার দুই হাজার পাঁচজন, চুয়াডাঙ্গা জেলায় ৮০৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় দুই হাজার ৮৯৮ জন, জামালপুর জেলায় এক হাজার ৬ জন, নেত্রকোনায় ৬৪৮ জন ও শেরপুর জেলায় ৩৩০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৬৮৪ জন, ঝালকাঠিতে ৫০৯ জন, বরিশাল জেলায় দুই হাজার ৫৮১ জন, ভোলায় ৫৭০ জন, পটুয়াখালীতে এক হাজার ৮৭ জন এবং পিরোজপুরে ৫০৯ জন রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় তিন হাজার  ৫৭৪ জন, নাটোরে ৬২৮ জন, বগুড়ায় পাঁচ হাজার ২৩৬ জন, পাবনায় ৮৭১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪৮ জন, সিরাজগঞ্জে এক হাজার ৫৮৩ জন এবং নওগাঁয় ৯৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।