চট্টগ্রামে পুলিশের ‘মাস্ক ট্রি’

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের ডবলমুরিং উপজেলার মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করতে ‘মাস্ক ট্রি’র উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ। ছবি : এনটিভি

প্রতীকি একটি গাছ। তাতে থড়ে থড়ে সাজানো মাস্ক। আর এরই নাম দেওয়া হয়েছে ‘মাস্ক ট্রি’ বা মাস্কের গাছ। মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই ‘মাস্ক ট্রি’ লাগিয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানা। মানুষ বিনামূল্যেই এই গাছ থেকে নিতে পারবে রঙ বেরঙের সব মাস্ক।

বিট পুলিশিং ডে উপলক্ষে আজ সকালে ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, পিআই (ডবলমুরিং) মো. রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা, বিট কর্মকর্তা (দক্ষিণ আগ্রাবাদ) এসআই অর্ণব বড়ুয়া প্রমুখ।

উপকমিশনার মো. আব্দুল ওয়ারীশ বলেন, ‘এখন করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় মাস্ক পরা জরুরি। গাছের কাঠামোতে মাস্ক রেখেছি, যাতে মানুষ মাস্ক বেছে নিতে পারে। প্রতেকে মাস্ক পরলে সংক্রমণ কমানো সম্ভব।’

উপকমিশনার আরও বলেন, ‘করোনার বিস্তার রোধে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিন করোনা চলে যাবে। কিন্তু পুলিশের এসব অসাধারণ উদ্যোগের কথা মানুষ মনে রাখবে।’

পরে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিট পুলিশিং ডে উপলক্ষে মানুষের মধ্যে মাস্ক পরার সচেতনতা বৃদ্ধির জন্যই এই ‘মাস্ক ট্রি’। ডবলমুরিং থানার ছয়টি বিটের মোট ১০টি স্পটে এসব গাছ লাগানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি গাছে এক হাজার করে মোট ১০ হাজার মাস্ক থাকবে। ওইসব মাস্কের মধ্যে কাপড় ও সার্জিক্যাল দুই ধরনের মাস্কই থাকবে। পর্যায়ক্রমে এক লাখ মাস্ক বিতরণ করা হবে।’

যে ১০টি স্থানে ‘মাস্ক ট্রি’ স্থাপন করা হয়েছে সেগুলো হল আগ্রাবাদ বাদামতলি মোড়, ব্যাপারীপাড়া, মহুরিপাড়া, পাঠানটুলী, মুনসুরাবাদ, দেওয়ানহাট, মিস্ত্রিপাড়া, হাজীপাড়া, পাঠানটুলী, দক্ষিণ আগ্রাবাদ।

মাস্কও এসব স্থানে ঝুলানো থাকবে। পথচারীরা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে এখান থেকে মাস্ক নিতে পারবেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।