চট্টগ্রামে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি শুরু
চট্টগ্রামের এম এম ট্রান্সপোর্ট থেকে প্রাইম মুভার চালকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও নিয়োগপত্রের দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।
আজ শনিবার দুপুর থেকে চট্টগ্রাম বন্দরসহ সারা দেশে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। শ্রমিকরা জানান, সকাল থেকে প্রশাসনের সঙ্গে একটানা সভা করে। এতে ফলপ্রসূ আলোচনা না হওয়ার কারণে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জানান, ফৌজদারহাট এম এম ট্রান্সপোর্ট একসঙ্গে ৩৬ জন চালককে চাকরিচ্যুত করেছে। দীর্ঘদিন ধরে নিয়োগপত্র না দিয়ে কাজ করার পর আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি চালকদের ছাঁটাই শুরু করে। এ ছাড়া সারা দেশের প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ও নিয়োগপত্রের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তাঁরা।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দরের আমদানি, রপ্তানি পণ্য ডিপোতে পরিবহন সমস্যা তৈরি হবে।