চট্টগ্রামে বকেয়া পাওনার দাবিতে জুট মিল শ্রমিকদের অবরোধ
চট্টগ্রামে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে আমিন জুট মিলসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিলের গেটের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
এ সময় শ্রমিকরা দাবি করেন, গত বছরের ৩০ মে সরকারি এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে যায় পাটকলের ৭০ হাজার শ্রমিক।
ওই সময় শ্রমিকদের সব পাওনা পরিশোধ এবং মিলগুলোর আধুনিকায়ন করে দুই মাসের মধ্যে পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন পাটমন্ত্রী। কিন্তু এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বদলি ও অস্থায়ী শ্রমিকরা তাদের পাওনা বুঝে পায়নি। পাওনা টাকা না পাওয়ায় অর্থকষ্টে শ্রমিকরা মানবেতর জীবন কাটাচ্ছে।
শ্রমিকরা জানায়, দ্রুত শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। পাওনা টাকা না পাওয়া পর্যন্ত শ্রমিকরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।