চট্টগ্রামে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ
চট্টগ্রাম বিএনপির নেতারা অভিযোগ করে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের প্রার্থীরা নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সভা-সমাবেশ করতে পারলেও তাঁরা কোনো কর্মসূচি করতে গেলে প্রশাসন পূর্ব অনুমতির অজুহাতে বাধা দিচ্ছে।
আজ বুধবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে পতেঙ্গা ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের কাছে দলের পক্ষ থেকে করোনাকালীন সুরক্ষা সামগ্রী বিতরণকালে এসব অভিযোগ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধীদলকে দমন করার জন্য ব্যবহার করছে সরকার।
এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার বিকল্প নেই বলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন ডা. শাহাদাত হোসেন।
অন্যদের মধ্যে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহসভাপতি মো. মিয়া ভোলা, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজি মো. হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।