চট্টগ্রামে রিনা ধরের পরলোকগমন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা রিনা ধর পরলোকগমন করেছেন। তিনি স্বর্গীয় বিলাস ধরের সহধর্মিনী। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে নগরীর জামালখানের বাসায় রিনা ধর মারা যান।
রিনা ধরের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিনা ধরের বড় ছেলে নুপুর ধর ছাত্র ইউনিয়নের সাবেক নেতা। ছোট ছেলে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সংগঠক, উদীচী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উদীচী চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক সুনীল ধর।
রিনা ধরের শেষকৃত্য নগরীর বলুয়ার দীঘি মহাশ্মশানে দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
রিনা ধরের মৃত্যুতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক রাশেদ হাসান শোক জানিয়েছেন।