চট্টগ্রামে সাইক্লিং প্রতিযোগিতা ২৬ মার্চ
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করছে জেলা ক্রীড়া সংস্থা।
আজ বুধবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইক্লিং কমিটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।
মোস্তফা কামাল বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রত্যুষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫০০ আবেদনকারীর মধ্য থেকে ১০০ জনকে মনোনীত করা হয়েছে। যার মধ্যে ২০ জন নারী আবেদনকারীও রয়েছেন।
এসব প্রতিযোগী পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তিন ক্যাটাগরিতে ১০০ কিলোমিটার সড়কে সাইক্লিং করবেন।
১০ লাখ টাকা ব্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।