চট্টগ্রাম ও বান্দরবানে মৃদু ভূকম্পন অনুভূত

Looks like you've blocked notifications!

চট্টগ্রাম ও বান্দরবানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

চট্টগ্রামে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয় চট্টগ্রাম ও এর আশপাশের জেলাগুলোতে। যার  উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বান্দরবানের মৃত্তিকা গবেষণা কেন্দ্র ও স্থানীয়রা জানায়, গতকাল ভোররাতে ভূকম্পনের একদিনের মাথায় আজ শনিবার বিকেলে বান্দরবান জেলা শহরসহ আশপাশের এলাকাগুলোতে ফের মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয় এ ভূকম্পন। 

পরপর দুদিন ভূকম্পন অনুভূত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃত্তিকা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ বিকেলে দ্বিতীয় দফায় এ ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে রিখটার স্কেল বা উৎপত্তিস্থল সম্পর্কে কিছু জানা যায়নি। কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।