চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতিসহ ৪ জনকে তুলে নেওয়ার অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/18/diptii.jpg)
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। ছবি : এনটিভি
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ চার জনকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে দিপ্তীসহ কয়েকজন মায়ামী হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময়ে গোয়েন্দা পুলিশের ৮/১০ জনের একটি দল দিপ্তীদের তুলে নিয়ে যায়।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।