চট্টগ্রাম সিটি মেয়রের পদ শূন্য, প্রশাসক হলেন খোরশেদ

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রশাসক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন। ছবি : সংগৃহীত

মেয়াদ পূর্ণ হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়রের পদ শূন্য ও নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

নিজ দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রের মেয়াদ পূর্ণ হওয়ায় বিদ্যমান পরিস্থিতির আলোকে ওই পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের সব কার্যক্রম পরিচালনার জন্য মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে স্থানীয় সরকার আইন অনুযায়ী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।