চমেকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, মামলায় আসামি ১৬
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/14/gggg.jpg)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এনটিভি অনলাইনকে এই তথ্য জানান।
আবুল কাশেম ভূইয়া বলেন, ‘চমেক ছাত্রলীগের সদস্য খোরশেদুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেছেন। এই মামলায় চমেক হাসপাতাল ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএস, ইন্টার্ন ডক্টর অ্যাসোশিয়নের আহ্বায়ক, সচিব, ছাত্র সংসদের বেশ কয়েকজন নেতাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।’
ওসি আরো বলেন, ‘গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালে হাই ফ্লু নজেল ক্যানুলা দিতে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর তারা হাসপাতাল ত্যাগ করলে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।’
ওসি বলেন, ‘ওই দিনের ঘটনায় পাঁচ থেকে সাতজন নেতাকর্মী আহত হয়। গতকাল রাতেই মামলাটি হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আমরা এই ঘটনার তদন্ত করে তারপর ব্যবস্থা নেব।’