চরফ্যাশনে ঝড়ে ঘরচাপায় দুই ছেলেসহ মায়ের মৃত্যু

Looks like you've blocked notifications!

ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘর ভেঙে নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের কচ্ছোপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কচ্ছোপিয়া গ্রামের হানিফ পাটোয়ারীর স্ত্রী রিংকু বেগম (৩০) এবং তাঁর দুই ছেলে জুনায়েদ (৭) ও তানজীদ (৫)।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, প্রায় সাত মাস আগে চরমানিকা ইউনিয়নের জেলে হানিফ পাটোয়ারী নতুন ঘর করেন। ওই ঘরের মাচায় কাঠসহ মালামাল ছিল। মঙ্গলবার রাতে মাছ ধরতে হানিফ নদীতে যান। রাতে দুই ছেলেকে নিয়ে হানিফের স্ত্রী রিংকু বেগম ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাঁদের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের মাচায় থাকা কাঠ ও লাকড়ির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়।

ওসি আরো জানান, বুধবার ভোরে বাড়ির লোকজন ভেঙে পড়া ঘরের কাঠের নিচ থেকে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে সকালে পুলিশ ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।