চলনবিলে দুই পাখি শিকারিকে ২০ হাজার টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
নাটোরের সিংড়ার চলনবিলে পাখি শিকারের অভিযোগে আটক আসাদুল ও সোহরাব। ছবি : এনটিভি

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে অভিযান চালিয়ে আসাদুল ও সোহরাব হোসেন নামের দুই ব্যক্তিকে পাখি শিকারের অভিযোগে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ জরিমানা করেন।

আজ দুপুরে চলনবিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত সিংড়া উপজেলার চলনবিলের লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি জীবিত ও ২৩টি জবাই করা বকপাখিসহ ওই দুই শিকারিকে আটক করা হয়। পরে পাখি শিকারের ফাঁদগুলো ধ্বংস করা হয়। এরপর জীবিত পাখিগুলো অবমুক্ত এবং জবাই করা পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির নেতারা অংশ নেন।