সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বাড়ছেই

Looks like you've blocked notifications!
আজ রোববার রেলভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি : এনটিভি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে এবং তা ক্রমেই সমস্যায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব মন্তব্য করেন। আজ রোববার রেলভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ১১০টি ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই নিক্ষেপকারী শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না বলেও জানান মন্ত্রী। এক্ষেত্রে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান তিনি।

রেলপথমন্ত্রী বলেন, ‘পাথর নিক্ষেপের পর আমরা যখন ধরতে গেছি বা গ্রামে বলতে গেছি তখন দেখা যাচ্ছে, সেখানে ছয় মাস বা এক বছর কোনো পাথর নিক্ষেপের ঘটনা ঘটেনি। কিন্তু আবার আরেক এলাকায় হয়তো এক বছর পরে আরেকটা ঘটনা ঘটেছে। এভাবেই কিন্তু ঘটনাগুলো ঘটে।’

‘এখন হয়তো আমরা পদক্ষেপ নিয়েছি। ছয় মাস, এক বছর হয়তো এর প্রবণতা কমে আসল। কিন্তু এই ধারাবাহিকতা যখন ধরে রাখা যায় না তখনই হয়তো আবার এটা ফিরে আসে’, যোগ করেন মন্ত্রী।