চলে গেলেন দেশের ক্রিকেটের কাণ্ডারি রেজা-ই-করিম

Looks like you've blocked notifications!

বাংলাদেশ ক্রিকেটের নিবেদিতপ্রাণ, ক্রিকেট বোর্ডের প্রথম কার্যনির্বাহী সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-করিম আর নেই। রাজধানীর একটি হাসপাতালে আজ রোববার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স ছিল ৮৩ বছর।

স্বাধীনতার পর রেজা-ই-করিমের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের পথচলা। ক্রিকেটের উন্নতির জন্য অনেক ভূমিকা পালন করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন বিসিবির সাধারণ সম্পাদক হিসেবে। ক্রিকেটের সেই নিবেদিতপ্রাণ আজ চলে গেলেন না ফেরার দেশে। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ছাড়াও ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিসিবি।

স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন রেজা-ই-করিম। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার তেজগাঁওয়ের মণিপুরীপাড়ার বাইতুশ শরফ মসজিদে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাঁকে।