চাঁদপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯

Looks like you've blocked notifications!
চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন সেন্টার। ছবি : সংগৃহীত

চাঁদপুর জেলা শহরে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নিজ বাসায় তিনি মারা যান। এদিকে একদিনে জেলায় আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০০ জনে।

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ আজ সকালে নিজ বাড়িতে মারা যান। নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। দাফন টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়েছে। এ ছাড়া আজ আরো ১০০টি করোনা টেস্টের রিপোর্ট আসে জেলা সিভিল সার্জন অফিসে। এর মধ্যে ৪৯টি রিপোর্ট আসে পজিটিভ। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।