চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, লঞ্চ চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে চাঁদপুর জেলা, উপকূলবর্তী নদী ও অদূরবর্তী চরাঞ্চলকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে জেলার নদীগুলো উত্তাল হয়ে উঠায় বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচল।

গুমোট আবহওয়ার কারণে ভ্যাপসা গরম পড়ছে। আর গতকাল শুক্রবার থেকে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে।

সভা থেকে চাঁদপুর জেলার ৩১১টি আশ্রয়কেন্দ্র, ১১৭ মেডিকেল টিম, সরকারি-বেসরকারি ১১৩০ জন স্বেচ্ছাসেবক, ৭৫০ জন গ্রাম পুলিশকে প্রস্তুত রাখার কথা জানানো হয়েছে।

এ ছাড়া ১৮৪ টন চাল, এক লাখ ৬১ হাজার টাকা, ৭৩৪ বান্ডিল ঢেউটিন ও শুকনা খাবার এবং জরুরি ভিত্তিতে আরো পাঁচ লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্ধ রাখা হয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা।