চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
নানা আয়োজনে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় জনসচেতনতা তৈরি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহ দিতে এ জাটকা সংরক্ষণ সপ্তাহের আয়োজন করা হয়েছে।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে চাঁদপুর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বক্তারা মার্চ-এপ্রিল দুমাস নদীতে মাছ না ধরার ওপর আলোচনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, নৌবাহিনীর নির্বাহী কর্মকর্তা লে. তাইফ আবরার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের কর্মকর্তা তায়েফা আহমেদ, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মালেক দেওয়ান, মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান প্রমুখ।
বক্তারা বলেছেন, মার্চ-এপ্রিল দুমাস কোনো অবস্থাতেই নদীতে মাছ ধরা যাবে না। জাটকা মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। জাটকা ইলিশে পরিণত হতে পারলে দেশে মাছের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, চাঁদপুর জেলাকে বিশ্বের বুকে ইলিশ মাছ পরিচিতি করিয়েছে। তাই, এ সম্পদকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যখন আপনারা মাছ ধরতে পারেন না, তখন অন্য কাজ করার চেষ্টা করবেন। তাহলে নিজের ও পরিবারের কষ্ট কম হবে।