চাঁদপুরে টিসিবির পণ্য কিনতে ফ্যামিলি কার্ড পাচ্ছে প্রায় দেড় লাখ

Looks like you've blocked notifications!
টিসিবির পণ্য বিষয়ক সংবাদ সম্মেলনে আজ শনিবার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ছবি : এনটিভি

চাঁদপুরে টিসিবির পণ্য কিনতে ফ্যামিলি কার্ড পাচ্ছে প্রায় দেড় লাখ মানুষ। তাঁরা রমজানের আগে ও মাঝামাঝিতে দুই দফায় পণ্য পাবেন। আজ শনিবার সকালে চাঁদপুর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক বলেন, ‘চাঁদপুর জেলার ৮ উপজেলার এক লাখ ২১ হাজার ৭০১ জন ও জেলার ৭টি পৌরসভার ২৩ হাজার ৪৪৬ জন ফ্যামিলি কার্ডপ্রাপ্তদের বাছাই প্রক্রিয়া শেষে স্বল্পমূল্যের টিসিবির পণ্য দেওয়া হবে।’ সে হিসেবে জেলায় এক লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামেলি কার্ডপ্রাপ্তরা পাবেন স্বল্পমূল্যের টিসিবির পণ্য।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘প্রথম পর্যায় পবিত্র রমজান মাসের আগে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় হবে। পবিত্র রমজান মাসের মাঝামাঝিতে দ্বিতীয় পর্যায়ে একই পরিমান ডাল, চিনি ও সয়াবিন তেলের সঙ্গে ২ কেজি ছোলা বিক্রয় হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।