চাঁদপুরে বাঁশের জাগ উচ্ছেদ, নৌপুলিশকে হামলা

Looks like you've blocked notifications!
চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে বাঁশের জাগ উচ্ছেদকালে জেলেরা নৌপুলিশকে হামলা করছে। ছবি : এনটিভি

চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে বাঁশের জাগ উচ্ছেদ করেছে চাঁদপুর নৌথানা পুলিশ।

আজ বুধবার দুপুরে নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলামের নেতৃত্বে সদরের নদীতীরবর্তী ইউনিয়নগুলোর প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করা হয়।

নৌপুলিশের উচ্ছেদ অভিযানকালে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলে নৌপুলিশের ওপর হামলা করে। এ সময় বাঁশের জাগ উচ্ছেদ কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হন।

চাঁদপুর নৌথানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ বাঁশের জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা এবং মাছের অবাদ বিচরণ হুমকির মুখে পড়ছে। এ ছাড়া যত্রতত্র জাগ দেওয়ায় নৌযান চলাচলে হুমকিতে পড়েছে।

ওসি আরও বলেন, আমরা উচ্ছেদ অভিযানে গেলে বেপরোয়া জেলেরা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও লাঠিসোটা ছুড়ে মারে। এতে আমাদের সঙ্গে কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হয়েছেন। পর্যায়ক্রমে নদী থেকে সব বাঁশের জাগ উচ্ছেদ করা হবে।