চাঁদপুরে মা ইলিশ ধরায় ৩৫ জেলে আটক

Looks like you've blocked notifications!
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩৫ জেলে আটক। ছবি : এনটিভি

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

নৌ-পুলিশ জানায়, অভিযানে ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এর মধ্যে ৫৬ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ এবং অবশিষ্ট ৩৭ কেজি মাছ হিমাগারে সংরক্ষিত আছে। এ ছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর নৌ-পুলিশের ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘পদ্মা-মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রম এলাকার  আশপাশ থেকে গত ২৪ ঘণ্টায় ৩৫ জেলেকে আটক করা হয়েছে। ১৯ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে পাঁচটি নিয়মিত মামলা করা হয়েছে। এর মধ্যে চার জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অবশিষ্ট ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’