চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাকসুদুল আলম আর নেই
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মো. মাকসুদুল আলম মারা গেছেন। চাঁদপুর শহরের তালতলা এলাকায় নিজ বাসায় আজ সোমবার সকাল ৯টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
চার ভাই ও পাঁচ বোনের মধ্যে মাকসুদুল আলম ছিলেন সবার ছোট। স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জানা গেছে, মাকসুদুল আলম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ, যকৃতের রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম গভীর শোক জানিয়েছে।
মাকসুদুল আলম যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ও দৈনিক সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক চাঁদপুর প্রবাহের সাবেক সম্পাদক ছিলেন। এক বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করাসহ উপস্থাপক হিসেবেও ছিলেন সবার পরিচিত।
পাবিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর তালতলায় মরহুম আবদুল করিম পাটোয়ারী বাড়ির সামনের মসজিদে মাকসুদুল আলমের জানাজা অনুষ্ঠিত হবে।