চাঁদপুর লঞ্চঘাটে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন যাত্রীরা
সময়ের ব্যবধানে চাঁদপুর লঞ্চঘাটে ঝুঁকি বাড়ছে। আজ সোমবার সকালে লঞ্চঘাটে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা গেলেও বেলা বাড়ার পরে তা রক্ষা করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যাত্রী সংখ্যা, মানা হয়নি সামাজিক দূরত্ব।
চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার যাত্রীরা এই লঞ্চঘাট ব্যবহার করে রাজধানী ঢাকায় যাত্রা করায় ভিড় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
যাত্রীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। করোনাভাইরাস সংক্রমণরোধে যাত্রীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রা করার আহ্বান জানালেও তা মানছে না তারা। ঝুঁকি জেনেও যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে।
সাধারণ ছুটি বন্ধ ঘোষণার পর গতকাল থেকে ঢাকাসহ সারা দেশের সঙ্গে চাঁদপুরের লঞ্চ চলাচল শুরু হয়। চাঁদপুর থেকে দেশের অন্তত ২০টি রুটে অর্ধশত যাত্রীবাহী লঞ্চ চলাচল করে থাকে।