চাঁদাবাজির অভিযোগে সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ

Looks like you've blocked notifications!
চাঁদাবাজির অভিযোগে আটককৃত আলী আজম। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আলী আজম নামের এক সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত ওই ব্যক্তি ‘সাপ্তাহিক সত্যের দিগন্ত’ পত্রিকার সম্পাদক বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শরীফপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ ওঠে, স্কুলে দেরি করে আসায় শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের কাছে দুই সাংবাদিক চাঁদা দাবি করে। এ সময় শিক্ষক এক হাজার টাকা দিতে চাইলে তাতে খুশি হয়নি সাংবাদিক পরিচয়ধারীরা। পরে পত্রিকায় প্রধান শিক্ষকের নামে সংবাদ করে দেওয়ার হুমকি দেয় তাঁরা।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ‘‘আজ আনুমানিক সকাল ৯টায় সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক আলী আজম এবং আশিকুর রহমান রনি নামের দুজন সাংবাদিক আমার স্কুলে আসেন। এ সময় আমার স্কুলে যেতে একটু দেরি হয়। স্কুলে গিয়ে দেখি আলী আজম এবং আশিকুর রহমান রনি আমার রুমে বসে আছেন। আমাকে স্কুলে প্রবেশ করতে দেখেই তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে আমার কাছে বিশ হাজার টাকা চাদা দাবি করে। আমি বলি, ‘আমি আপনাদের টাকা দিব কেন?’ তারা বলে, ‘টাকা না দিলে পত্রিকায় খবর ছাপিয়ে দিলে আপনার চাকরি চলে যাবে।’ এ নিয়ে তারা দুজন আমার কাছে এক ঘণ্টা ধরে চেষ্টা করে টাকা নেওয়ার। আমি টাকা দিতে অস্বীকার করলে আমার চাকরি খেয়ে ফেলবে বলে হুমকি দেন। এ সময় আশেপাশের লোকজন আলী আজম ও আশিকুর রহমান রনির তর্ক-বিতর্ক শুনে স্কুলের মাঠে আসে। এতে হট্টগোল শুরু হয়। এর এক ফাঁকে আশিকুর রহমান রনি পালিয়ে যান। এ সময় জনতা আলী আজমকে আটক করে। পরে আশুগঞ্জ থানায় খবর দিলে থানার উপপরিদর্শক (এসআই) নুপুর সাহা ঘটনাস্থলে আসে। তিনি ঘটনাস্থল থেকে আলী আজমকে থানায় নিয়ে যায়।’’

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজাদ রহমান বলেন, ‘শিক্ষকের কাছে চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।’