চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, আ. লীগ নেতাসহ আটক ৪
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকা থেকে ৩১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে আওয়ামী লীগ নেতা শাহজাহান আক্তার ডালুসহ চারজনকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার পাঠানপাড়া ওয়ালটোন মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক শাহজাহান আক্তার ডালু (৬১) পাঠানপাড়া মহল্লার রিয়াজউদ্দীনের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটক অন্যরা হলেন জেলার সদর উপজেলার দুর্গাপুরের মাইনুল ইসলাম (৪০), পৌরসভার আলীনগর রেলস্টেশন এলাকার মৃত আসাদের মেয়ে মোসা. কমলা (৩০) ও হাড্ডিপট্টির ইসাহাকের স্ত্রী আজুফা (৫০)।
র্যাব জানায়, পাঠানপাড়া ওয়ালটোন মোড় সড়কে মাদক কেনাবেচা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় ৩১ বোতল ফেনসিডিল জব্দ ও চারজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিনটি সেলফোনও জব্দ করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।