চাকরি নিতে এসে আটক দুই যুবক
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ভুয়া কাগজপত্র নিয়ে অফিস সহকারী পদে চাকরি নিতে এসে আটক হয়েছে রবি দাশ ও মেহেদী হাসান বাবু নামের দুই যুবক। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তারা দুজনেই একটি প্রতারক চক্রকে টাকা দিয়ে চাকরি নেওয়ার পর কাজে যোগ দিতে এসে পুলিশের হাতে আটক হন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী বলেন, ‘একটি প্রতারক চক্র আমার স্বাক্ষর জাল করে বিভিন্ন ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়েছে। যদিও শিক্ষাবোর্ড চাকরির জন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। শিক্ষা বোর্ডে কোনো লোক নেওয়া হচ্ছে না। আর এসব নিয়োগে শিক্ষাবোর্ড সচিব স্বাক্ষর করেন। অফিস সহকারী পদে যোগ দিতে আসার পর দুই যুবকের কাগজপত্র ভুয়া বলে প্রমাণিত হয়। পরে তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’
অভিযুক্ত রবি দাশ ও মেহেদী হাসান বাবু বলেন, ‘তানজিব আহমেদ নামে তাদের এক পরিচিত লোক টাকা নিয়ে আমাদের চাকরির নিয়োগপত্র দিয়েছেন। আজ কাজে যোগ দিতে এসে বুঝলাম নিয়োগপত্র ভুয়া ও আমরা প্রতারণার শিকার।’