চান্দিনায় আগাম টমেটো চাষে আগ্রহ বাড়ছে
কুমিল্লার চান্দিনায় প্রতি বছর আগাম টমেটো চাষ করে আসছে কৃষকেরা। এসব আগাম টমেটো দেখতে সুন্দর ও সুস্বাদু হওয়ায় এর চাহিদা ও দাম অনেক বেশি। কিন্ত এবার অতি বৃষ্টির কারণে অনেক চারা নষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। একাধিকবার চারা রোপণ করে ভারসাম্য রক্ষা করছে তারা। এ উপজেলায় প্রতি বছরই আগাম টমেটোর চাষ করে থাকে কৃষকরা।
কৃষি অফিস জানায়, গত বছর আগাম টমেটো আবাদ হয়েছিল ৬০ হেক্টর জমিতে। এরই ধারাবাহিকতায় এবার ৮০ হেক্টর জমিতে আগাম টমেটোর চাষ করা হয়েছে। কিন্তু বিরূপ আবহাওয়ায় অনেক চারা মারা যাচ্ছে। সঠিক পরামর্শ ও কৃষি অফিসের সহায়তা না পাওয়ায় অভিযোগ করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
আগাম টমেটো চাষিরা জানায়, কীটনাশক ব্যবসায়ী ও ডিলারদের ওপর নির্ভর করেই তারা পরিচর্যা করে থাকে। তাদের অভিযোগ কৃষি কর্মকর্তারা তাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। তাই তারা বাধ্য হয়েই নিজে নিজে বা কীটনাশক বিক্রেতা বা ডিলারদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে।
এদিকে, এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ আফরিনা আক্তার সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। তাঁরা সবার কাছে যেতে পারেন না। আবার গেলেও অনেক কৃষক নেগেটিভ কথা বলেন। তারপরও আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’