চান্দিনায় আগাম টমেটো চাষে লোকসান

Looks like you've blocked notifications!
কুমিল্লার চান্দিনায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে টমেটোর গাছ। ছবি : এনটিভি

প্রতি বছরই অন্যান্য সবজির সঙ্গে সঙ্গে আগাম টমাটো চাষ করে থাকেন কুমিল্লার চান্দিনার কৃষকেরা। অতিবৃষ্টির কারণে এবার অনেক চারা নষ্ট হয়েছে এবং এখনো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে টমেটোর গাছ। ফল ধরা শুরু হলেও অনেক গাছের মৃত্যু ঘটছে। এতে এবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। একাধিকবার চারা রোপণ করে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন তাঁরা।

সঠিক পরামর্শ ও কৃষি অফিসের সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। বাধ্য হয়ে নিজে নিজে অথবা কীটনাশক বিক্রেতাদের কথার ওপর নির্ভর করে রোগবালাই প্রতিরোধের চেষ্টা করেন তারা।

চান্দিনার ছায়কট গ্রামের কৃষক রুহুল আমীন, মো. নজরুল ইসলাম ও মো. আলাউদ্দিন, চিলোড়া গ্রামের আব্দুল জলিল ও মনির হোসেন, আলীকামোড়া গ্রামের আব্দুল খালেক, রেজিয়া বেগম, খন্দকার জমিরসহ অনেক কৃষক অভিযোগ করেছেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা তাঁদের ও ফসলের কোনো খোঁজ খবর নিচ্ছেন না।

এদিকে, অভিযোগ অস্বীকার করে চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ আফরিনা আক্তার জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। তাঁরা সবার কাছে যেতে পারেন না। আবার গেলেও কৃষকেরা নেতিবাচক কথা বলেন।