চান্দিনায় পিকআপ চালকের ছুরিকাঘাতে যাত্রী খুন
কুমিল্লার চান্দিনা উপজেলায় পিকআপ চালকের ছুরিকাঘাতে তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় তাঁর সঙ্গী ফয়সল রহমান আহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল সিরাজগঞ্জ সদর জেলার তেলকুপি গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুমন ( ২৫) এবং কুমিল্লার কোতোয়ালি থানার রুবেল (২৮)।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে রাতে তোফাজ্জল ও ফয়সল ঢাকায় যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওই পিকআপের চালক ঢাকা যাবে বলে তাদের তুলে নেন। তারা রাত ২টার দিকে চান্দিনার গোবিন্দপুর এলাকায় পৌঁছালে পিকআপ থামিয়ে চালক ছিনতাই করার চেষ্টা করেন। এতে তাঁরা বাধা দিলে চালক ও তাঁর সহকারী তাঁদের ছুরিকাঘাত করেন।
ওই সময় দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিন কাদির ওই মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়ার যাচ্ছিলেন। পথে এ ঘটনা তাঁর নজরে এলে তিনি নেমে পিকআপ চালককে আটক করে চান্দিনা থানায় খবর দেন। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ এসে আরো একজনকে আটক করে।
পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত কাপড় ব্যবসায়ী তোফাজ্জল মারা যান। পুলিশ পিকআপটি জব্দ করেছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল জানান, এরা ছিনতাইকারী দলের সদস্য। মহাসড়কে প্রাইভেটকার, পিকআপ নিয়ে ঘুরে বেড়ান আর সাধারণ যাত্রীদের তুলে নিয়ে ছিনতাই করে।