চান্দিনায় বিএনপি নেতা খোরশেদ আলমের মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. খোরশেদ আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে চান্দিনার মাইজখার ইউনিয়নের ফাঐ এ এম এফ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাইজখার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডা. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ মো. আলমগীর খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহজাহান সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহপ্রচার সম্পাদক ওমর ফারুক মৈশান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি এরশাদুল হক প্রমুখ।
পরে দোয়া পরিচালনা করেন জৈনপরী পীরসাহেব আলহাজ হজরত মাওলানা আয়াজ আহম্মদ যোবায়েরী ছিদ্দিকী আল কোরাইশী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস।
এ ছাড়া দোয়া ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।