চার জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

Looks like you've blocked notifications!
ছবিটি গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা 

পঞ্চগড়সহ দেশের চার অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলমান শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে বিরাজ করছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। 

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক দুই ডিগ্রি রেকর্ড করা হয়েছে।