চার দিনেও সন্ধান মেলেনি নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষকদের

Looks like you've blocked notifications!
ফরিদপুরে নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষক মো. আলমগীর হোসেন ও ও মো. আজমল হেসেন। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নদীবন্দর এলাকায় ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের সন্ধান মেলেনি গত চার দিনেও। গত বুধবার সন্ধ্যার আগে ফরিদপুরের নদীবন্দর এলাকায় তিন নম্বর জেটি এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হয় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন ও সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজমল হেসেন।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ওই দিন থেকেই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এখন পর্যন্ত তৎপরতা অব্যাহত রয়েছে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীদের সমন্বয়ে কয়েকটি দল নদীতে কার্যক্রম পরিচালনা করছে।

গত বুধবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ১৫ শিক্ষকের একটি দল খলিল মণ্ডলের হাট এলাকা থেকে ট্রলারযোগে আনন্দ ভ্রমণে বের হয়। বিকেলের দিকে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পৌঁছায়। সেখানে যাত্রা বিরতি শেষে সাড়ে ৫টার দিকে পুনরায় তাঁরা নৌকায় ওঠে। এ সময় ট্রলারের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে স্রোতের তোড়ে ঘাট এলাকাতেই ডুবে যায় ট্রলারটি। এতে ১৫ শিক্ষক ও মাঝিসহ ১৬ জনের মধ্যে ১৪ জন সাঁতরে এবং স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হন। কিন্তু ওই দুই শিক্ষককে আর খুঁজে পাওয়া যায়নি।