চার নারী পেলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ ক্লাবের সম্মাননা

Looks like you've blocked notifications!
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ ক্লাবের নারী দিবস উদযাপন অনুষ্ঠান। ছবি : এনটিভি

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চার নারীকে সম্মাননা দিয়েছে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ ক্লাবসমূহ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত শনিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। 

সম্মাননা পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী শিমুল ইউসুফ, মানবাধিকার বিষয়ে অ্যাডভোকেট তৌফিকা করিম, মেট্রোরেলের স্টেশন কন্ট্রোলার আসমা আক্তার ও অপারেটর মরিয়ম হাফিজা।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। 

নারী দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সমাজে বিদ্যমান নারী-পুরুষ বৈষম্য দূর করতে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে সমতা বিধান যেমন করতে হবে, একইসঙ্গে নারীকে নিজের অবস্থানকে দৃঢ় করার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে।’

এতে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান ড. মল্লিকা বিশ্বাস। ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ মোহসেনা রেজাসহ ইনার হুইলের পাস্ট চেয়ারম্যান ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।