চালের দোকানে চলছে অভিযান, হচ্ছে মামলা-জরিমানা
দেশব্যাপী চালের আড়ত ও দোকানে চলছে অভিযান। এসব অভিযানে করা হচ্ছে জরিমানা। কোথাও কোথাও তা গড়াচ্ছে মামলা পর্যন্ত। গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে চালের দামের বিষয়ে নির্দেশনার পরই মাঠে নামে প্রশাসন। আজ রাজধানী ঢাকা ও গাজীপুরে চলেছে অভিযান। ঢাকাতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অভিযানসূত্রে জানা গেছে, রাজধানীর অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ক্রয় ও বিক্রয় রশিদ দেখার পাশাপাশি চালের মূল্য তালিকা প্রদর্শন করা আছে কি না সেটাও দেখা হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরীর বিভিন্ন দোকান ও গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে টঙ্গী এলাকার মেসার্স মোল্লা চাউল আড়তকে ৫০ হাজার টাকা, মেসার্স রূপসী বাংলা ট্রেডার্সকে দেড় লাখ টাকা ও মেসার্স সাদিয়া রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা ও উত্তরার (বিডিআর) ৬নং মার্কেট এলাকার হাজী জেনারেল স্টোরকে পাঁচ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। চালের মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শনকৃত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি, ক্যাশ মেমো না রাখা, আগের দরে কেনা চালে একদিনের ব্যবধানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ওজনে কম দেওয়া ইত্যাদি অপরাধে তাদেরকে এই জরিমানা করা হয়।
এদিকে, চালের ক্রয়-বিক্রয় রশিদে তেমন তারতম্য পায়নি দক্ষিণ সিটি করপোরেশনের অভিযান। তবে, কিছু দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৫টি মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।