চাল নিয়ে কারসাজি, ইউপি সদস্য বরখাস্ত

Looks like you've blocked notifications!
ঝালকাঠির নলছিটিতে সরকারি চাল নিয়ে কারসাজির অভিযোগে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ। ছবি : এনটিভি

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজি চাল নিয়ে কারসাজির অভিযোগে এক মাসের দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য রেজাউল করিম খান সোহাগকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে আজ বুধবার জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন।

অভিযুক্ত সোহাগ সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। বর্তমানে তিনি ঝালকাঠি কারাগারে আছেন।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগ উঠে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গত ১৫ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদের গিয়ে সোহাগ খানকে আটক করে। পরে তাঁকে এক মাসের কারাদণ্ড দেন।