চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ
একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের আজকের এই দিনে (১১ জানুয়ারি) তিনি মারা যান। মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সমষপুর গ্রামে মরহুমের বাবা মোসলেম উদ্দিন ও মাতা শায়েস্তা খানের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বরেণ্য এই পরিচালককে স্মরণ করে আগামী সোমবার কোরআন খতম, মিলাদ ও স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ পরিচালক সমিতি। এ বিষয়ে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘এখন দেশে বিশ্ব ইজতেমা চলছে, আগামীকাল আখেরি মোনাজাত। যেহেতু এটা বিশ্বের দ্বিতীয় মুসলিম জমায়েত, তাই আমরা আজ এই আয়োজনটা না করে আগামী সোমবার আয়োজন করেছি।’
এই গুণী নির্মাতার জন্ম হয় ১৯৪১ সালের ২৩ অক্টোবর। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে তিনি ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
চাষী নজরুল ইসলাম চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকালে সমষপুর গ্রামে তাঁর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে এ গুণী চলচ্চিত্রকারকে নিয়ে আলোচনা সভাসহ নানা আয়োজন।