চায়ের দোকানের আড্ডায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে জয়নাল আবেদীন নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন ফুলতলা এলাকার নুর নবীর ছেলে। আহত দুজন হলো একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আলী আকবর এবং স্থানীয় স্কুলছাত্রী রিপা আক্তার।
চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল ইসলাম জানান, গতকাল রোববার রাতে মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকার একটি চায়ের দোকানে জয়নাল আবেদীনসহ তাঁর বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁর প্রতিপক্ষ লোকজন সেখানে গিয়ে জয়নালকে উপর্যুপরি কোপাতে থাকে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় জয়নালসহ আরও দুজন আহত হয়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় জয়নালের।
জয়নালের বাবা নুর নবী অভিযোগ করেন, স্থানীয় আবু ছৈয়দ ও ছোটনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জয়নালের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এদিকে, এই ঘটনায় মগনামায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অবস্থান করছে বলে।