ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের চিঠি

চিকিৎসকদের রোগী না দেখা মানবাধিকারের চরম লঙ্ঘন

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসের লক্ষণযুক্ত রোগী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা না দিয়ে ফেরত পাঠিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ মানবাধিকারের চরম লঙ্ঘন করছে বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক কাজী আরফান আশিক স্বাক্ষরিত এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘করোনাভাইরাসের লক্ষণযুক্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা অনেক অসুস্থ রোগীকে চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ফেরত পাঠাচ্ছে। সংবাদপত্রে প্রকাশিত এ ধরনের সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘লিভার সিরোসিসে আক্রান্ত স্কুলছাত্র রিফাতকে মঙ্গলবার দুপুরের দিকে শারীরিক সমস্যা প্রকট হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ একে একে চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নেওয়া হয়। কিন্তু কেউ তাকে ভর্তি নেয়নি। শেষ পর্যন্ত সন্ধ্যায় রিফাত মারা যায়। শ্বাসকষ্ট, অ্যাজমা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি যেকোনো রোগ নিয়েও অনেকেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন মর্মে অভিযোগ উঠেছে। এ ছাড়া শ্বাসকষ্ট, অ্যাজমা, সর্দি-কাশি, জ্বর নিয়ে বিনা চিকিৎসায় যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা শনাক্তকরণে বিলম্ব হওয়ার কারণে স্বজনেরা তাঁদের শেষ সময়ে পাশে থাকার ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের ঘটনাসমূহ মানবাধিকারের চরম লঙ্ঘন বলে কমিশন মনে করছে।’