চিকিৎসক শাকিল আবারও রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চিকিৎসক শাকির বিন ওয়ালীর ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ মেহেদী হাসান এই আদেশ দেন। 

চার দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা ওই চিকিৎসককে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার বিবরণী থেকে জানা গেছে, কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার সাত তরুণের সহযোগী শাকির। তিনি নানাভাবে তরুণ-যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। শাকির দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির জন্য সদস্য সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন।