চিকিৎসক হত্যা : খুলনায় ধর্মঘট ৭২ ঘণ্টা স্থগিত
রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আবদুর রকিব খান হত্যার ঘটনায় খুলনায় চিকিৎসকদের ডাকা অনিদিষ্টকালের ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখা।
খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
এর আগে গতকাল বুধবার ডা. আবদুর রকিব হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুতবিচার আইনে শাস্তি নিশ্চিতকরণ ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার না করা পর্যন্ত খুলনা জেলার সব চিকিৎসাসেবা বন্ধ ঘোষণা করা হয়।
তবে শুধু কোভিড-১৯ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু থাকবে বলেও গতকাল জানানো হয়।
খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, তাঁরা প্রথম থেকেই খুলনা সদর থানার ওসির আচরণে ক্ষুব্ধ এবং মামলা না নেওয়ার অভিযোগে তাঁর প্রত্যাহার দাবি করে আসছিলেন। তবে পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং পাঁচ আসামি আটক করায় সব কর্মসূচি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে ওসির প্রত্যাহারসহ বাকি আসামিরা গ্রেপ্তার না হলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. বাহারুল আলম রাইসা ক্লিনিকের ঘটনার পর সদর থানার ওসির পক্ষপাতমূলক আচরণ, মামলা না নেওয়ার হুমকি ও নিহত ডা. মো. রকিব খানের বাড়িতে গিয়ে নাজেহাল করার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সুলতানা রাজিয়া, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সাদিয়া মনোয়ার উষাসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।