চিকিৎসক হত্যা : প্রধান আসামির জবানবন্দি, ৩ আসামি রিমান্ডে
খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আবদুর রকিব খান হত্যা মামলার প্রধান আসামি জমির শেখ আজ শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এ জবানবন্দি গ্রহণ করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বি এম মনির হোসেন নিশ্চিত করেছেন।
এ ছাড়া, মামলার অপর তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে অপর এক আসামি খাদিজাও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত সোমবার রাতে রাইসা ক্লিনিকে সন্তান প্রসবের পর রক্তক্ষরণে এক নারীর মুত্যু হয়। এ ঘটনার পর ওই নারীর স্বজনরা রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আবদুর রকিব খানকে মারধর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মৃত্যু হয় ডা. রকিবের। এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে মামলা নিতে গড়িমসি করা হয় বলে চিকিৎসক নেতারা অভিযোগ করেন।
এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখা গত বুধবার থেকে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়। এরই মধ্যে পুলিশ মামলা নেয় এবং খুলনা ও টঙ্গী থেকে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। ফলে গতকাল বৃহস্পতিবার অনির্দিষ্টকালের ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিত করে বিএমএ খুলনা শাখা।