ভাড়া না দেওয়ায় গেটে তালা

চিকিৎসা করাতে না পারায় শিশুকন্যার মৃত্যুতে মামলা

Looks like you've blocked notifications!
খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : এনটিভি

ভাড়াটিয়ার গেটে তালাবদ্ধ থাকায় ছয় মাসের শিশুকন্যা চিকিৎসা করাতে না পেরে আদালতে বাড়িওয়ালাসহ দুজনের নামে মামলা করেছেন শিশুর বাবা এমদাদুল ইসলাম সাগর।

মুখ্য মহানগর হাকিম ড. আতিকুস সামাদ মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন বাড়িওয়ালা নুর ইসলাম এবং তাঁর বাবা নওশের আলী।

আদালতে দাখিল করা অভিযোগে সূত্রে জানা যায়, তিনি পরিবার ও ছয় মাসের শিশু নিয়ে হরিণটানা থানার নুর ইসলামের বাসায় ভাড়া থাকতেন। এ মাসের শুরুতে ভাড়া দিতে বিলম্ব হলে বাড়িওয়ালা গেটে  গত ৮ জানুয়ারি তালা দিয়ে দেন। এ সময় বাড়ির ভেতরে থাকা তাঁর স্ত্রী এবং শিশুকন্যা ছিল। গত ১১ জানুয়ারি তাঁর স্ত্রী বাড়ির ছাদে কাপড় শুকাতে গেলে ছয় মাসের শিশু গামলায় পানিতে পড়ে যায়। কিন্তু গেটে তালা থাকায় চিকিৎসা দিতে বিলম্ব হওয়ায় শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

বিষয়টি হরিণটানা থানায় অভিযোগ করলেও তারা মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা নিয়েছে। বাদীর অনুপস্থিতিতে চার দিন বাড়ির গেট তালাবদ্ধ রাখার অভিযোগে তিনি বাড়িওয়ালার বিরুদ্ধে মামলার করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।