চিকিৎসা দেওয়ার কথা বলে স্বর্ণালঙ্কার-টাকা নিয়ে সাপুড়ে চম্পট
মৌলভীবাজারের জুড়ীতে এক রোগীকে সাপের খেলা ও ঝাড়-ফুঁক দিয়ে সুস্থ করে দেওয়ার কথা বলে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে সাপুড়ে। এ বিষয়ে জুড়ী থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে উস্তার আলীর বাড়িতে এক মধ্যবয়সী নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁকে বিভিন্ন স্থানে চিকিৎসা করে কোনো কাজ হয়নি। গতকাল মঙ্গলবার সকালে দুই সাপুড়ে সাপ নিয়ে বাড়িতে আসেন। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। এক পর্যায়ে সাপুড়েরা বাড়ির উঠানে অসুস্থ নারীকে সামনে রেখে সাপের খেলার মাধ্যমে ঝাড়ফুঁক ও চিকিৎসা শুরু করে। খেলা দেখতে জড়ো হয় বাড়ির অন্য নারী ও শিশুরা।
এক পর্যায়ে সাপুড়েরা রোগী ও পরিবারের মঙ্গল হবে জানিয়ে ঘরে রাখা সবার স্বর্ণালঙ্কার দেওয়ার জন্য বলেন। স্বর্ণের চুবানো পানি দিয়ে প্রথমে সাপকে গোছল করাতে হবে। পরে ওই পানি দিয়ে রোগীকে গোসল করাতে হবে। অন্যথায় রোগীসহ পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। নারীরা সহজে বিশ্বাস করে ফেলেন। এরপর পাঁচজন নারী ঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার এনে দেন সাপুড়েদের কাছে। পরে তাদের কাছে নগদ টাকা চাইলে তারা পাঁচ হাজার টাকা এনে দেন। এ সময় অসুস্থ নারীকে ঘরে নিয়ে গোসল করানোর জন্য বলেন দুই সাপুড়ে। গোসলের পর তাদের উস্তাদ এলেই মূল চিকিৎসা শুরু হবে। এই সুযোগে সাপ, স্বর্ণালঙ্কার ও পাঁচ হাজার টাকা নিয়ে তারা চম্পট দেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী উস্তার আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে চিকিৎসার নামে সাপুড়েদের কোনোভাবেই বিশ্বাস করা ঠিক হয়নি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’