চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপিনেতা মির্জা আব্বাস

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় হযরত হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর বাসার উদ্দেশে রওনা হন তিনি।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ মে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এর আগে গত ১৭ মে মির্জা আব্বাসকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। 

মির্জা আব্বাস পেটের অসুখে ভুগছিলেন। অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।