চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে আমির হোসেন আমুর শোক
বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
এক শোক বার্তায় আমির হোসেন আমু বলেন, ‘চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একজন নিবেদিত সাংস্কৃতিক যোদ্ধা ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে ও চলচ্চিত্র জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
শোক বার্তায় আমির হোসেন আমু আকবর হোসেন পাঠান ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।